হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা। সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকাররা।
আজ শনিবার (১৫ অক্টোবর) বিকালে সরেজমিনে বন্দরে গিয়ে এ তথ্য পাওয়া যায়।
বন্দরের কয়েকজন পাইকারের সাথে কথা হলে তারা জানান, হঠাৎ করে পেঁয়াজের দাম কয়েকদিন আগে কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। আজকে আবার বেড়েছে কেজিতে ৫ থেকে ৭ টাকা। গত বৃহস্পতিবার যে নাসিক পেঁয়াজ কিনছিলাম ৩৮ থেকে ৪০ টাকায়। সেই পেঁয়াজ আজকে কিনতে হচ্ছে ৪৩ টাকা কেজিতে। ইন্দোর জাতের পেঁয়াজ কিনছিলাম ৩০ থেকো ৩১ টাকায় আজকে ছোট জাতের সেই ইন্দোর পেঁয়াজ কিনকে হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকায়।
আরও পড়ুন- পাকিস্তানি গণহত্যাকে স্বীকৃতির প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে
আরেকজন পাইকার বলেন, হঠাৎ করে তিন দিনের ব্যবধানে এর আগে গত মঙ্গলবার কেজিতে বাড়লো ৮ থেকে ১০ টাকা। আজকে আবার বেড়েছে ৫ থেকে ৭ টাকায়। এভাবে যদি দাম বাড়ে তাহলে আমরা পেঁয়াজ কিনবো কেমন করে। আমরা এখন ভয়ে পেঁয়াজ কিনতে পারছিনা।
হিলি স্থলবন্দরের আমদানিকারক জানান, ভারতে পেঁয়াজ উৎপাদিত অঞ্চল বেঙ্গালুরুতে অতি বন্যায় খেত নষ্ট হয়ে যাওয়ায় সেদেশেই পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। এ কারণে ভারতের মোকামগুলোয় পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহ হচ্ছে না। সেখানেই বেশি দামে কিনতে হচ্ছে। আবার অনলাইনে আমাদের গাড়ি পারমেশন নিতে সময় লাগছে। তাই গাড়িও কম ঢুকতেছে। ভারতে বেশি দামে কিনতেছি দেশে এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।