যুক্তরাষ্ট্রে হাইস্কুল শিক্ষার্থীদের ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরে গুলির ঘটনায় অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে হুইটমার হাইস্কুল স্টেডিয়ামের বাইরে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে সেন্ট্রাল ক্যাথলিক হাইস্কুলের সঙ্গে খেলা চলছিল।
গুলির ঘটনার পরিপ্রেক্ষিতে জুনিয়র ভার্সিটি ও ফ্রেশম্যান ফুটবলের গতকাল শনিবারের ম্যাচগুলো বাতিল করা হয়।
আরও পড়ুন- যোগ্য নেতৃত্বেই দেশ এগিয়ে যায়ঃ স্বাস্থ্যমন্ত্রী
ওয়াশিংটন লোকাল স্কুলের মুখপাত্র কেটি পিটার্স বলেছেন, গুলিতে হুইটমারের এক শিক্ষার্থী ও দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি আহত হয়েছেন।
ফুটবল ম্যাচ শেষ হওয়ার মাত্র সাত মিনিট বাকি থাকতে স্টেডিয়ামের বাইরে গুলির ঘটনা ঘটে। এর পরপরই খেলা বন্ধ করে দেওয়া হয় এবং পুরো স্টেডিয়ামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শকেরা দ্রুত বের হওয়ার জন্য ছোটাছুটি শুরু করেন।
টলেডো পুলিশ বলেছে, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে সিসি ক্যামেরার ফুটেজের সাহায্যে সম্ভাব্য অপরাধীকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।- এপি