গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

“৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিৎ”

শীর্ষ সংবাদঃ
জুন ২৭, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
  • “৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিৎ”

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | সংগৃহীত ফাইল ছবি

Link Copied!

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে বুধবার পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর থেকেই এ নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। এবার এ বিষয়ে নিজের অবস্থান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে নিজের অবস্থান জানান আমীরে জামায়াত।

শফিকুর রহমান পোস্টে লেখেন, ৮ নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।

এদিকে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তকে ভালোভাবে গ্রহণ করেনি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতনে অগ্রণী ভূমিকা রাখা তারুণদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা এ বিষয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।