ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ফাইনালে উঠলো লক্ষ্মীপুর। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের মহিলা কমপ্লেক্স মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এই ওয়ানডে টুনামেন্টের সেমিফাইনালে নোয়াখালী জেলা দলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠার গৌরব অর্জন করে দলটি।
এরআগে, চট্টগ্রাম জেলা দলকে ১ উইকেটে, রাঙামাটিকে ৮ উইকেটে ও কুমিল্লা জেলা দলকে ২ উইকেটে পরাজিত করে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় লক্ষ্মীপুর। দলটির পরিচালক মো. হাফিজ উল্যাহ ও কোচ
মনির হোসেনের দক্ষ নেতৃত্বে এ বিজয় অর্জন করে।
অনুর্ধ্ব-১৬ লক্ষ্মীপুর দল:
হৃদয় হাসান (অধিনায়ক), মেহেদী হাসান তারেক, তাহমীদ, মিরাজ, আশিক, সুলাইমান তানভীর, তানিম, আদিভ, জয়ন্ত, নিয়ন্ত, নিলয়, রাফিদ, অপূর্ব, অনি, মাহিম, তামিম, দ্রুব, সিয়াম, আনোয়ার।