ঢাকাWednesday , 22 November 2023

শিক্ষকের কাছ থেকে পরীক্ষার উত্তরপত্র নিয়ে পালালো যুবক

Link Copied!

লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ইংরেজী শিক্ষক ইমাম হোসেন গাজীর কাছ থেকে স্কুল শাখার কয়েকটি শ্রেণির পরীক্ষার উত্তরপত্র নিয়ে পালিয়েছে এক যুবক।

বুধবার (২২ নভেম্বর) দুপুর তিনটার দিকে রায়পুর উপজেলার উত্তর রায়পুর মানিক আমিনের ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণ পরই ঘটনাস্থলের অদূরে রাস্তার ওপর থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়।

সন্ধ্যা ৬ টার দিকে শিক্ষক ইমাম হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে বিভিন্ন শ্রেণির পরীক্ষার্থীদের ৬৩টি উত্তরপত্র ছিল বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন—    রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় চিনি সহ সিএনজি আটক

ইমাম হোসেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের স্কুল শাখার ইংরেজী শিক্ষক।

শিক্ষক ইমাম হোসেন গাজী জানান, পরীক্ষা শেষে তিনি উত্তরপত্রগুলো নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় যাচ্ছিলেন। এসময় যুবক বয়সী একটি ছেলে তার কাছে সামনে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে উঠেছে। ঘটনাস্থলে পৌঁোলে ওই যুবক তার মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার জন্য টানা-হেঁচড়া করে। একপর্যায়ে টাকা-পয়সাও দাবি করে। পরে স্থানীয় লোকজনকে আসতে দেখে তার সাথে থাকা উত্তরপত্রগুলো নিয়ে পালিয়ে যায় ওই যুবক। পরে উত্তরপত্রগুলো ঘটনাস্থল থেকে একটু দূরে রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয়। উত্তরপত্রগুলো ওই যুবক রাস্তায় ফেলে রেখে চলে যায়।

ইমাম হোসেন গাজী বলেন, ছেলেটিকে দেখলে চিনবো। তবে তার নাম জানা নেই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে- ছেলেটির বাবার নাম মান্নান খাঁ। তবে ছেলেটির নাম জানা যায়নি। ছেলেটির মানসিক সমস্যা রয়েছে বলেও জানা গেছে।

আরও পড়ুন—    বৃহস্পতিবার সকাল ১০টায় সাময়িক যুদ্ধবিরতি শুরুঃ হামাস

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন বলেন, ঘটনাটি শিক্ষক ইমাম আমাকে জানিয়েছেন। আমি তাঁকে থানায় জিডি করতে বলেছি। তিনি জিডি করেছেন কি না, তা জানা নেই।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, ঘটনাটি আমার জানা নেই। আমি নোয়াখালী রয়েছি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…