ঢাকাThursday , 16 November 2023

রায়পুরে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে নারিকেল গাছের ঢাল কাটার সময় গাছ থেকে পড়ে মোঃ জসিম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত জসিম উদ্দিন উপজেলার চর আবাবিল গ্রামের আবদুর রশিদের ছেলে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পশ্চিম চরআবাবিল গ্রামের রাড়ী বাড়ীতে এ ঘটনা ঘটে।

রায়পুরের চরআবাবিল ইউপির হায়দরগন্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুরজিত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন—    রবিবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, জসিম উদ্দিন গ্রামের অসহায় দিনমজুরের কাজ করেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বৃহস্পতিবার তিনি চর আবাবিল গ্রামের মাঝি বাড়ীর খোরশেদ আলমের স্ত্রী সিমু আক্তারের নির্দেশে নারিকেল গাছের ঢাল পরিস্কার করতে গিয়েছিলেন।

এসময় পরিস্কারের সময় অসাবধানতাবসত হঠাৎ পড়ে যান। এ অবস্থায় হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মৃতদেহের সুরতহাল করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পশ্চিম চর আবাবিল ইউপি পরিষদ সদস্য (মেম্বার) বারেক মাজি বলেন, ‘উভয়ই পরিবার আত্বীয় স্বজন হয়। নিহতের পরিবারের আপত্তি না থাকায় সন্ধায় লাশ দাফন করা হয়েছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…