বিএনপিসহ সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সকলের জন্য নির্বাচনের দরজা খোলা আছে। আসুন, অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। নির্বাচনের দরজা সবার জন্য খোলা। বিএনপিকে বলবো মত পাল্টিয়ে নির্বাচনে অংশ নিন। দরজা খোলা আছে। বিএনপি মত পরিবর্তন করে নির্বাচনে এলে স্বাগত জানানো হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে নির্বাচনের তফসিল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। কারও জন্য নির্বাচনের দরজা বন্ধ হয়নি। একা নির্বাচন করতে চাই না, সবাইকে নিয়ে ক্ষমতায় যেতে চাই।
আরও পড়ুন— বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের নির্ঘণ্ট হয়ে গেছে, এখন আর কী নিয়ে আন্দোলন। নেতা নেই, আছে ওই যে আবাসিক প্রতিনিধি। তার আবাস এখন আর নেই। হঠাৎ হঠাৎ গোপন জায়গা থেকে বের হইয়া—নেত্রী একদিন বলছিলেন, একজন আছে বলুক। বলা তো লাগবে, বিরোধী দল লাগবে না? তাকে তো ধরার এমন জোর কোনো চেষ্টা সরকারের পক্ষ থেকে করা হয়নি। সেজন্য এতো লাফালাফি করছে। হঠাৎ দেখি, সঙ্গে সাতজন, কোথাও ১০-১২ জন। এই করে আন্দোলন, এই করে কিছুই তো হবে না। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে।
সংবিধানের বাইরে নির্বাচন হওয়ার উপায় নেই উল্লেখ করে কাদের বলেন, নির্বাচন কমিশন সংবিধানের বাধ্যবাধকতা মেনেই তফসিল ঘোষণা করেছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, সময় আছে, অংশ নিন। সরকারি দল হিসাবে আমি আপনাদের অনুরোধ করছি। কারও জন্য কোনো বাধা নেই। যারা আমাদের দিন রাত গালিগালাজ করেছে, আপনাদের নির্বাচনের দরজা এখনো বন্ধ হয়নি। আমরা স্বাগত জানাই সবাইকে। এমনকি বিএনপিও যদি তাদের মত পরিবর্তন করে নির্বাচনে আসে, স্বাগত। আমরা কাউকে নির্বাচনে নিরুৎসাহিত করবো না।
আরও পড়ুন— একটাই দুঃখ; হলে সিনেমা দেখার সৌভাগ্য হয় নাঃ শেখ হাসিনা
তিনি বলেন, নির্বাচনের তারিখ যদি ঘোষণা হয় বাংলাদেশে মহাপ্লাবন হয়ে যাবে, এমনই তো শুনেছি। তো কই একটা-দুইটা গাড়ি পোড়ালেন, একটা-দুইটা বাস পোড়ালেন। সারা দেশে নির্বাচনের পক্ষে আনন্দের জোয়ার, গতকাল সারা রাত। কই কোনো প্লাবন তো দেখলাম না, কই কোনো বিরোধী চেহারা তো দেখলাম না। আপনাদের যত স্বপ্ন, গতকাল সব হারিয়ে গেছে।
ওবায়দুল কাদের বলেন, আগামীকাল এই অফিসে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা হবে। বিকেল ৩টায় এ সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিতি থাকবেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী এখান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের বুথগুলো উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফরুল্লাহ চৌধুরী, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী ও ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ।