মা সহ দুই বোন রান্না ঘরের কাজ নিয়ে ব্যাস্ত। এই ফাঁকে শিশু ইয়াসিন (দেড় বছর) সকলের চোখ ফাঁকি দিয়ে বসতঘরের পাশে পরিত্যাক্ত ডোবায় খেলতে গিয়ে পড়ে যায়। একঘন্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে আখন বাজারে ওষুধের নিয়ে আসলে দোকানি মৃত ঘোষনা করেন। শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠেছে।
রবিবার বিকাল ৫টায় (১২ নভেম্বর) লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিন চরবংশী ইউপির চরলক্ষি গ্রামের আখন বাজারের পাশে বেপারি বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইয়াসিন সৌদি প্রবাসী মোঃ দেলোয়ার হোসেনে একমাত্র ছেলে। রাতে এশার নামাজের পর ইয়াসিনকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।।
আরও পড়ুন— সমুদ্রের শহরে ট্রেন ছাড়ল প্রধানমন্ত্রীর হুইসেলে
নিহত শিশুর মা কহিনুর বেগম জানান, দুপুরে আমিসহ দুই মেয়ে রান্না ঘরে কাজ করছিলাম। এসময় সকলে অগোচরে দেড় বছরের একমাত্র ছোট ছেলে ইয়াসিন বসত ঘরের পাশে পুকুর ভেবে খেলা করতে গিয়ে পরিত্যাক্ত ডোবায় পড়ে যায়। খোঁজাখুজির এক ঘন্টা পর ডোবায় ভেসে উঠলে তাকে উদ্ধার করে স্থানীয় আখন বাজারে ওষুধের দোকানে নিলে দোকানি মৃত ঘোষণা করেন।
রায়পুরের চরবংশী ইউপির হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আবুল কালাম আজাদ জানান, পানিতে শিশুর মৃত্যুর সংবাদ জানার পরই ইউপি চেয়ারম্যান মিন্টু ফরায়েজিকে নিয়ে বিকালে ওই বাড়ীতে ছুটে যাই। মাসহ স্বজনদের শান্তনা জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা হয়েছে।