প্রতিবছরের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্ট নিহত শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন হয়।
আরও পড়ুন—
বার্ষিকিতে জেলা যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়ার আহবানে লক্ষ্মীপুর ও রায়পুরে মাদরাসায় শিশু-কিশোর হাফেজদের মাধ্যমে কোরআন খতম ও মিলাদ পড়ানো হয়েছে।
দুপুর ২টায় সাবেক উপজেলা সভাপতি মন্জুর হোসেন সুমনের নেতৃত্বে রায়পুর শহরে আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন শোভাযাত্রায় বক্তব্য রাখেন, যুব নেতা আবু সাইদ শাকিল চৌধুরী, শামছুল ইসলাম, সৈয়দ আহাম্মদ চৌধুরী, জামাল হোসেন।