গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভিসানীতি পুলিশের ইমেজ সঙ্কটের কারণ হবে নাঃ আইজিপি

নিজস্ব প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি কার্যাকর করার ফলে বাংলাদেশ পুলিশ ইমেজ সংকটে পড়বে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেড কোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ভিসা নীতিতে পুলিশ ইমেজ সংকটে পড়বে না বলে আমি মনে করছি।’

নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র প্রদর্শন হচ্ছে। তবে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে না— এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘যখনই কোনো অস্ত্র প্রদর্শন করে আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করি। পুলিশ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করে। জাতীয় নির্বাচনের আগে আমরা সেটা যথাযথভাবে পালন করতে পারব।’

নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এটা আমরা যথাসময়ে করব। কৌশলগত কারণে এটা বলতে চাচ্ছি না।’

আরও পড়ুন-   বিশ্বে সহিংসতাপ্রবণ দেশের তালিকায় বাংলাদেশ ২২তম

তেজগাঁওয়ে সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে আহত আইনজীবী ভুবন চন্দ্র শীল মারা গেছেন। মাঝেমধ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এবং পুলিশও অপরাধে জড়াচ্ছে। সামানে নির্বাচন, এমন পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভূমিকা কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে থাকি। আমাদের সদস্যরা জড়িত থাকলে ব্যবস্থা হচ্ছে। তাঁকেও আমরা ছাড় দিই না। কোনো ঘটনা সংঘটিত হলে আমরা তদন্ত কমিটি করে ব্যবস্থা নিচ্ছি।’

অস্ত্র, শীর্ষ সন্ত্রাসীদের সংঘাতের জায়গা বাড়ছে। সাধারণ মানুষ মরছে। তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এমন প্রশ্নে পুলিশপ্রধান বলেন, ‘আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আছে। যেকোনো ঘটনা যখনই সংঘটিত হচ্ছে, সে বিষয়ে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এর আগেও নিয়েছি এখনো নিচ্ছি। সবাইকে আশ্বস্ত করতে চাই, সন্ত্রাসী যেই হোক তাঁর বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আরেক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘নির্বাচনকালে যে দায়িত্ব আমাদের দেওয়া হবে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5484

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…