সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উধুনিয়া ইউনিয়নের দীঘলগ্রামের দিনমজুর সাখাওয়াত হোসেন (৪৮) এর লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
সাখাওয়াত হোসেন দীঘলগ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন- ২ দুর্নীতিবাজ কর্মকর্তার বদলীতে উলিপুরে মিষ্টি বিতরণ
জানা গেছে, এলাকার লোকজন সকালে দীঘলগ্রামের আবু বক্কারের বাড়ীর পাশে সাখাওয়াত হোসেনের মৃতদেহ দেখতে পান।
পরে উল্লাপাড়া মডেল থানাকে খবর দিলে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান সেখান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।