ঢাকাSaturday , 5 August 2023

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ আগস্ট) গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে সকাল ৯টায় গাইবান্ধা পৌর পার্কে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সহ-সভাপতি অ্যাডঃ সিদ্দিকুল ইসলাম রিপু, পৌরসভার প্যানেল মেয়র মোঃ শহীদ আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহাসনা হাবিব রাজিবসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ক্রীড়া সংস্থা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

আরও পড়ুন-   সমালোচনাকারীরাই এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিচ্ছে

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, অধ্যাপক জহুরুল কাইয়ুম, আবেদুর রহমান স্বপন, আশরাফুল ইসলাম প্রমুখ।

এ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা, যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রুসুল। অনুষ্ঠানে মৎস্য ও পশু পালনের জন্য ২ লাখ ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এছাড়া বিকেলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…