biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজXDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশনbiggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাSunday , 30 July 2023

উলিপুরে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডে নয়ছয়

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে মৃত ব্যক্তির খাদ্য বান্ধব কর্মসুচির কার্ড তাদের পরিবারে বরাদ্দ না দিয়ে ডিলার ও তার স্বজনের মাঝে ভাগবাটোয়ারা করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সাহেবের আলগা ইউনিয়নের মৃত ব্যক্তির স্বজনরা ১৯ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসুচির আওতায় কার্ডধারী চর ঘুঘুমারী গ্রামের আবুল হাশেম, আব্দুল হামিদ প্রামাণিক, আব্দুস সবুর সহ সুখের চর গ্রামের আব্দুল গফুর প্রামাণিক পর্যায়ক্রমে মারা যান। খাদ্য বান্ধব কর্মসুচির বিধি মতে, মারা যাওয়া ওই ব্যক্তিদের কার্ড তাদের পরিবারে বরাদ্দ হওয়ার কথা। কিন্তু ওই এলাকার ডিলার রুহুল কুদ্দুস কার্ড গুলো থেকে নিজের নামে ১০৫৯ নম্বর কার্ড বরাদ্দ সহ স্ত্রী ও স্বজনদের নামে বরাদ্দ দেন। তার স্ত্রী রাহিমা খাতুনের নামে বরাদ্দ দেয়া কার্ড নং ১১০২।

আরও পড়ুন-   কিশোরগঞ্জে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিধি বহির্ভুত ভাবে ডিলার রুহুল কুদ্দসের এক স্বজনের পরিবারে বরাদ্দ দেয়া ৩টি কার্ড হচ্ছে শহর আলীর নামে ১০৫১ নম্বর, শহর আলীর পুত্র মোঃ মামুন মিয়ার নামে ১০৪৫ নম্বর এবং শহর আলীর স্ত্রী মনোয়ারা বেগমের নামে ১০৫৫ নম্বর কার্ড বরাদ্দ দেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চর ঘুঘুমারী গ্রামের মৃত আকাব্বার প্রামাণিক সহ আরও কয়েকজন মৃত ব্যক্তির কার্ড তাদের স্বজনদের মাঝে দেয়া হয় নাই। এমন কি একই গ্রামের হত দরিদ্র স্বামী-সন্তানহীন বৃদ্ধা শহর বানুর কার্ডটি বাতিল করেছেন ডিলার রুহুল কুদ্দুস।

এ ব্যাপারে কথা হলে সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, আমি খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পেলে ওই কার্ডগুলো প্রত্যাহার করে মৃত ব্যক্তির পরিবারে দেয়ার ব্যবস্থা নেব।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ 
  • আমাদেরকে ফলো করুন…