গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (২৭ মে)।
এসময় ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ। নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর পক্ষ থেকে ২২টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বৃষ্টি উপেক্ষা করে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, ঘড়িসহ অন্যান্য মূল্যবান সামগ্রী সংরক্ষণ, ব্যবস্থা ও শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে ফ্রি বাইক সার্ভিস সহ প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
আরও পড়ুন- গাসিক নির্বাচনঃ ৩৫০ কেন্দ্রে, আজমত উল্লাহ ১৬৩৩৭৮ ও জায়েদা খাতুন ১৮০৮৭৮
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি অর্পণ সাহা শান্ত বলেন, ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা থেকে আগত ছাত্র-ছাত্রীদের যেকোন ধরনের সমস্যা সমাধানে নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের কর্মীরা তৎপর রয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বৃষ্টি উপেক্ষা করে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, ঘড়িসহ অন্যান্য মূল্যবান সামগ্রী সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে সাধারণ সম্পাদক হাসান সজীব বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রোদ-বৃষ্টি উপেক্ষা করে তথ্য প্রদানের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইলসহ মূল্যবান সামগ্রী সংরক্ষণব্যবস্থা, একই সাথে আমরা ঠান্ডা পানির ব্যবস্থা করেছি। একইসাথে অবিভাবকদের বসার ব্যাবস্থাসহ সার্বিক সহযোগিতা করতেও পিছপা হয়নি জবিস্থ নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রীকল্যাণ পরিষদ।