ঢাকাWednesday , 19 October 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • ইভিএমের বদলে সিসিটিভির ব্যবহার বাড়ানোর পরামর্শ সাবেক ইসি সাখাওয়াতের

    Link Copied!

    জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বদলে সিসিটিভির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ইভিএম নিয়ে বির্তক আছে। এর মাধ্যমে সুক্ষ্ণ কারচুপি ধরা অসম্ভব জানিয়ে তিনি বলেন, ইভিএমে ভোট হলে কেন্দ্রের বাইরে সুন্দর পরিবেশ দেখা গেলেও ভেতরে যে সুক্ষ্ণ কারচুপি হয় তা নিয়ন্ত্রণ করা কঠিন। তাই ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করে সিসি ক্যামেরায় নজরদারির প্রতি জোর দেয়া উচিত।

    বুধবার (১৯ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

    তিনি বলেন, ব্যালটে ভোট হলে পরেও তা যাচাইবাছাই করার সুযোগ থাকে। কিন্তু ইভিএমে ভোট হলে এবং তাতে সুক্ষ্ণ কারচুপি হলে পরে সেটা যাচাই করা কঠিন।

    গাইবান্ধার উপনির্বাচনে ভোট বন্ধ করে ইসি আইনের সঠিক প্রয়োগ করেছে উল্লেখ করে সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, গাইবান্ধায় নির্বাচনে ভোটগ্রহণ বন্ধ করে ইসি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া ইসি না চাওয়া সত্ত্বেও আগ বাড়িয়ে চিঠি দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া উচিত বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমি বলেছি, আপনারা যেটা করেছেন, সেটা ঠিক আছে। তবে পরের ধাপগুলোয় যেন স্লিপ না করেন। যদি স্লিপ করেন, তাহলে জাতির কাছে অন্য রকমের মেসেজ যাবে।’

    আরও পড়ুন- পি‌রোজপুর মঠবা‌ড়িয়ায় বিপুল প‌রিমাণ মাদকদ্রব্য উদ্বার, গ্রেপ্তার ৫

    এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাওয়া প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, আমি বুঝতে পারছি না কেন সরকার এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে। তবে ভবিষ্যতে এটা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কেন না, ভোটার তালিকা থাকবে ইসির কাছে আর এনআইডি থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কারো নাম বয়স ভুল হলে তখন সেটা সংশোধনে জটিলতা দেখা দেবে।

    এর আগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ১৪ জনকে নিয়ে বৈঠকে করে বর্তমান কমিশন। পরামর্শ ও অভিজ্ঞতা আদান-প্রদানের লক্ষ্যে বুধবার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    সাবেক সিইসি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ এবং সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, মো. শাহনেওয়াজ, সাবেক ইসি সচিব মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ, এমএন রেজা, ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4964

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…