চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাচ্ছে নতুন এম্বুলেন্স। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রোকন উদ্দিনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় কর্তৃক ১৩ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) অপারেশনাল প্ল্যানের আওতায় ২০২০-২১ অর্থ বছরের ক্রয়কৃত এ্যাম্বুলেন্সের মধ্য থেকে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি সহ বিভিন্ন জেলার মোট ২০ টি উপজেলার জন্য একটি করে এ্যাম্বুলেন্স বরাদ্দ করা হয়েছে।
মুঠোফোনে আলাপকালে সাতকানিয়ায় এ্যাম্বুলেন্স বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
আরও পড়ুন- জনপ্রতিনিধির মেয়ের বাল্যবিয়ে, ভেঙে দিল প্রশাসন
এই বিষয়ে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. কে এম আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ্যাম্বুলেন্সের জন্য আবেদন সহ নানাভাবে চেষ্টা চালিয়ে আসছিলাম। আবু রেজা নদভী এমপি মহোদয় সহ দীর্ঘদিন ধরে নতুন একটি এ্যাম্বুলেন্সের জন্য চেষ্টা চালাচ্ছিলাম। অবশেষে নতুন একটি এ্যাম্বুলেন্স বরাদ্দের বিষয়টি আমরা জানতে পেরেছি যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে কোন নোটিশ আমরা পাইনি। এ্যাম্বুলেন্সটি কেমন হবে বা কোন ধরণের তাও আমরা এখনো জানি না। তবে আশা করি শীগ্রই একটি নতুন এ্যাম্বুলেন্স আমরা পাব।
তিনি আরো বলেন, আমাদের বর্তমানে যে এ্যাম্বুলেন্সটি রয়েছে তা অনেকটাই ঝুকিপূর্ণ। এখনো পর্যন্ত কোন ধরনের দূর্ঘটনা না ঘটলেও যেকোনো মুহুর্তে দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। বলা যায় অনেকটা ঝুকিপূর্ণ। এ্যাম্বুলেন্সটা মেরামত করে চলছে কিন্তু এমনকিছু জিনিস রয়েছে যেগুলো সহজে মেরামতও করা সম্ভব না।
এসময় তিনি আরো বলেন, যদি নতুন এ্যাম্বুলেন্সটি আমরা হাতে পাই তাহলে আমাদের সেবার মান আরো বাড়বে।নির্বিঘ্নে রোগীদের সেবা দিতে সহজ হবে বলে আশা করছি।
এদিকে স্থানীয়রা জানান, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগের তুলনায় সেবার মান বৃদ্ধি পেয়েছে। মানসম্মত সেবার মাধ্যমে সহজে আরোগ্য লাভ করছে অসংখ্য রোগী।