ঢাকাSaturday , 15 October 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • জনপ্রতিনিধির মেয়ের বাল্যবিয়ে, ভেঙে দিল প্রশাসন

    Link Copied!

    নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ইউপি সদস্য মজিব উল্যা’র স্কুল পড়ুয়া মেয়ের বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। ইউপি সদস্য মজিব উল্যা এক প্রবাসী ছেলের সাথে তার ১৫ বছর বয়সী মেয়ের ধুমধাম করে বিয়ের আয়োজন করেছিলেন।

    জানা যায়, ইউপি সদস্য মজিব উল্যার স্কুল পড়ুয়া মেয়ের সাথে প্রবাসী ছেলের বিয়ে দেওয়া হচ্ছিল। মহা সমারোহে খাওয়া ধাওয়াও শেষ হয়। শুধু বর আসলেই বিয়ে পড়ানো বাকি। খবর পেয়ে এমন সময় ভ্রাম্যমাণ আদালত কনের বাড়িতে হাজির। এদিকে খবর পেয়ে বর আসেনি কাজিও গা ঢাকা দেয়।

    আরও পড়ুন- ময়মনসিংহে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা-ধাওয়া, আহত ৪

    এ সময় ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তির উপস্থতিতে বর-কনে দুই পক্ষের অভিভাবকগণ ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের কাজ সম্পন্ন করবেন না মর্মে ভ্রাম্যমাণ আদালতের নিকট মুচলেকা দেন।

    নোয়াখালীর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে শনিবার দুপুরে উপজেলার দেবীপুর গ্রামে ওই ইউপি সদস্যের বাড়িতে গিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4965

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…