ঢাকাWednesday , 12 October 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • রামগড়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট/২২ এর শুভ উদ্বোধন

    Link Copied!

    খাগড়াছড়ি জেলার রামগড়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রামগড় পৌরসভার যৌথ সহযোগিতায় ও উপজেলা ক্রীড়া-সংস্থা এ টুর্নামেন্টর আয়োজ করে।

    রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে বুধবার (১২ অক্টোবর) বিকেল ৩ ঘটিকায় উক্ত টুর্নামেন্ট এর উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ এর চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু)।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

    এসময় আরও উপস্থিত ছিলেন- ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, রামগড় সরকারি কলেজের অধ‍‍্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, উপাধ্যক্ষ প্রফেসর জয়নাল আবেদীন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাইদুল হক, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম(কামাল), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, খাগড়াছড়ি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মানস চন্দ্র দাস, খাগড়াছড়ি জেলা ক্রিড়া সংস্কার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব কর, উপজেলা আইসিটি প্রোগ্রাম রেহান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার রাশেদ চৌধুরী, উপজেলা ক্রিড়া সংস্থার অতি, সাধারণ সম্পাদক শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, মোঃ মাসুদ রানা, কোষাধক্ষ-কিরণ, সদস্য, রতন বৈষ্ণব ত্রিপুরা, পবন, কেসু মার্মা প্রমুখ।

    আরও পড়ুন- পশ্চিমাদের বিরুদ্ধে কি একাই লড়ছেন পুতিন?

    রামগড় সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে উদ্বোধনীয় খেলায় অংশগ্রহণ করেন দুই প্রান্তের দুই শক্তিশালী দল রামগড় উপজেলা একাদশ বনাম শেখ জামাল ক্লাব কক্সবাজার।

    এসময় খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খাগড়াছড়ি জেলার বাবু অংসা মার্মা, মোঃ জাহিদুল আলম ও শুভ ভৌমিক, উপস্থাপক ছিলেন ফরিদ চৌধুরী।

    উদ্বোধনীয় ম‍্যাচে খেলার ফলাফল রামগড় একাদশ কে ৩-০ গোল পরাজিত করে চকরিয়া শেখ জামাল ক্লাব।খেলায় ম‍্যান অফ দ্যা ম‍্যাচ পুরস্কৃত হন শেখ জামান ক্লাব এর ফরেনার খেলোয়ার আইকা।

    এছাড়াও উদ্বোধনীয় অনুষ্ঠানে বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ফুটবল প্রেমিকরা, স্থানীয় প্রশাসন, সরকারি -বেসরকারি দপ্তরে কর্মকর্তা, জনপ্রতিনিধি সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4972

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…