ঢাকাSunday , 11 September 2022

রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা

Link Copied!

রাজশাহীতে সেবার মান যাচাইয়ে বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জিএমজি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠাল বাড়িয়া এলাকায় ভোক্তা অধিদফতরের বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করেন।

প্রতিষ্ঠানটির বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে রোববার দুপুরে কাঠালবাড়িয়া বাজার এলাকায় বাজার তদারকি অভিযান চালানো হয়।

আরও পড়ুন- উলিপুরে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ১৫,০০০ টাকা জরিমানা

অভিযানে জিএমজি ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। ২০১৮, ২০১৯,২০২০ কিংবা ২০২১ সালে ওষুধগুলোর মেয়াদ শেষ হলেও বিক্রির জন্য সংরক্ষণ করছিলেন তিনি।

এই অপরাধে ওই ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদফতরের কর্মকর্তা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

 

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…