গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

উনিশে জনপ্রিয়তা, ৪২-এ প্রয়াণ— কত টাকার সম্পত্তি রেখে গেলেন শেফালী

শীর্ষ সংবাদঃ
জুন ২৯, ২০২৫ ৭:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালী জরিওয়ালা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। শেফালি জরিওয়ালা ‘বিগ বস ১৩’-তেও অংশ নিয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালীকে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেফালীর এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা। মাত্র ৪২ বছরেই অভিনেত্রীর এমন বিদায় কাঁদিয়েছে ভক্তদেরও।

স্রোতের বিপরীতে গিয়ে বিনোদন দুনিয়ার নতুন একটি দিকের সঙ্গে দর্শক-শ্রোতাদের পরিচয় ঘটিয়েছিলেন শেফালীই।

সালটা ২০০২, ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওতে ঝড় তোলেন অভিনেত্রী। সেই সময়ের সাহসী এই মিউজিক ভিডিও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারা আজও যে অব্যাহত তা অস্বীকার করার সুযোগ নেই।

মাত্র উনিশ বছর বয়সে এই মিউজিক ভিডিওতে কাজ করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন শেফালী। যেই গানের হাত ধরে ব্যাপক পরিচিতি পান দর্শকমহলে।

তবে শুধু ‘কাঁটা লাগা’ গানেই নয়, এরপর বহু ছবি, সিরিজেও দেখা গিয়েছে শেফালীকে। অংশ নিয়েছিলেন ‘নাচ বলিয়ে’ ও ‘বিগ বস’-এর মতো রিয়ালিটি শোয়ে। অন্যদিকে বড়পর্দায় কাজ করেছেন ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে।

১৫ বছরের বেশি সময় কাজ করেছেন ফিল্মি দুনিয়ায়। ছবি, রিয়ালিটি শো, মিউজিক ভিডিও, লাইভ পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন বিপণির বিজ্ঞাপনে কাজ- এসব কিছু থেকেই একটি বিপুল অঙ্কের রোজগার করেছেন তিনি।

কত টাকার সম্পত্তি রেখে গেলেন শেফালী? ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মোট সাড়ে ৭ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক ছিলেন শেফালী।

শোনা যাচ্ছে, যার মধ্যে ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশাল মিডিয়া প্রোমোশনের জন্যই ব্র্যান্ডগুলি থেকে প্রতি মাসে প্রায় ২৫ লাখ টাকা পারিশ্রমিক হিসাবে নিতেন অভিনেত্রী।

যে কারণে অভিনয়ে নিয়মিত না থাকলেও তার আয়ের বৈধ কিছু পথই খোলা ছিল সবসময়।

সম্প্রতি এক ইন্টারভিউয়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই ‘কাঁটা লাগা গার্ল’ ট্যাগটি তাঁর কেমন লাগে? সেটা থেকে তো বেরিয়ে আসা গেল না। শেফালি তৎক্ষণাৎ বলেছিলেন, এই ট্যাগ আমি যতদিন বেঁচে থাকব, ততদিন আমার সঙ্গে থাকবে। আমি এটা নিয়ে খুব খুশি। অর্থাৎ কাঁটা লাগা গার্ল সবসময়ই এই নামে খুশি ছিলেন। তবে আচমকাই সব শেষ হয়ে গেল।

সংবাদ সংস্থা সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হন। তাঁর স্বামী পরাগ ত্যাগী তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এরপর ময়নাতদন্তের জন্য রাত সাড়ে বারোটা নাগাদ তাঁর মরদেহ কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুপার হাসপাতালের সহকারি মেডিকেল অফিসার জানিয়েছেন, অন্য একটি হাসপাতাল থেকে মরদেহ আনা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে মুম্বই পুলিশ ঘটনার তদন্তের জন্য গভীর রাতে আন্ধেরিতে শেফালির বাসভবনে পৌঁছয়। একটি ফরেনসিক দলও সেখানে উপস্থিত ছিল এবং তাঁরা বাড়িটি ভালোভাবে পরীক্ষা করে দেখে। যদিও তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে পুলিশ ও ফরেনসিক দলের উপস্থিতি ঘটনা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।