ঢাকাSunday , 14 January 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে, রাতারাতি সংকট দূর হবে নাঃ অর্থমন্ত্রী

    Link Copied!

    অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আসন্ন আগামী পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে। রাতারাতি সব সংকট দূর হবে না। পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো।

    রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সরকারের নতুন এই অর্থমন্ত্রী।

    আরও পড়ুন—    তীব্র শীত থাকবে চলমান; আছে বৃষ্টির সম্ভাবনাও

    অর্থপাচার রোধে কাজ করা হবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, টাকার মূল্য কমে গেছে, সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কী করা যায়। অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। একটু সময় দেন।

    এর আগে আজ নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ সচিবালয়ে তার কার্যালয়ে আসেন সকাল ১০টা ১৫ মিনিটে। পরে বিভিন্ন বিভাগের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এরপর তিনি তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

     

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4982

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…