গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সাইকেল চালিয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন পলক

নাটোর সংবাদদাতাঃ
নভেম্বর ২৯, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাইসাইকেলে চড়ে এসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর আগে মঙ্গলবার সকাল ১১ টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে রিকশায় চড়ে এসে সিংড়া উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী পলক তার বাসা থেকে সাইকেলে করে সিংড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে আবার সাইকেলে ফিরে যান।

আরও পড়ুন—    বিশাল গাড়িবহর নিয়ে নিজ এলাকায় জাপা নেতা মিঠু, নেতা-কর্মীদের সংবর্ধনা

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে পঞ্চমবারের মতো নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আগামীতে নান্দনিক, আধুনিক এবং স্মার্ট সিংড়া গড়ে তোলা হবে। এ আসনে পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

সামনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দ্বাদশ নির্বাচনে অংশ নিবেন বলে এসময় আশা ব্যাক্ত করেন তিনি।

আরও পড়ুন—    জাতীয় সংসদ নির্বাচনঃ ফের নৌকার মাঝি সাজ্জাদুল হাসান

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল রাজ্জাক খান, সহ-সভাপতি জাহেদুল ইসলাম ভোলা, আব্দুল ওয়াদুদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রহুল আমিন, আরিফুল ইসলাম, লুৎফুল হাবিব রুবেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5482

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
  • আমাদেরকে ফলো করুন…