ঢাকাSunday , 26 November 2023

বিদায় বেলায় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত পুলিশ সদস্য মাবুদ

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুর থানা থেকে কনষ্টেবল মোঃ আবদুল মাবুদের এই বিদায়কে স্মরণীয় করে রাখতে দেয়া হয় বিদায়ী সংবর্ধনা। সকল সদস্যদের সাথে বিদায় নিয়ে ফুল দিয়ে সাজানো গাড়িতে তাকে বাড়ি পৌঁছে দেয়া হয়।

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবদুল মাবুদ ৩০ বছর ৪ মাস বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে কাজ করেছেন। তিনি ১৯৯৪ সালের ২০ নভেম্বর চট্রগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) থানায় যোগদান করেছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুন—    কবর হতে স্কুল ছাত্র ছেলের কঙ্কাল তুলে বাবার প্রতিবাদ

চাকরি থেকে বিদায় উপলক্ষে রায়পুর থানার সকল কর্মকর্তা ও সদস্যরা শনিবার বিকালে (২৫ নভেম্বর) আবদুল মাবুদের বিদায় অনুষ্ঠান আয়োজন করেন। তাকে দেয়া হয় ফুল, উপঢৌকন ও সম্মাননা স্মারক।

আবদুল মাবুদ বলেন, ‘আমি খুবই আনন্দিত। এটা আমার চাকরি জীবনের শ্রেষ্ঠ পাওয়া। এমন সংবর্ধনা আমার জীবনভর মনে থাকবে।’

আরও পড়ুন—    এইচএসসি ও সমমানে পাসের হার ৭৮.৬৪; এগিয়ে মেয়েরা

তার বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুখ মজুমদার ও পরিদর্শক (তদন্ত) সামছুল আরেফিনসহ পুলিশ কর্মকর্তারা ও সদস্যরা।

ওসি ইয়াসিন ফারুখ মজুমদার বলেন, ‘এত বছর চাকরি করার পর একজন সহকর্মীর বিদায় বেলায় এতটুকু করা আমাদের দায়িত্ব। এমন আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন আমার সকল অফিসার ও সদস্যরা। তাদের প্রতি কৃতজ্ঞতা।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…