ঢাকাSaturday , 11 November 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • মদনে জাতীয় পতাকা অবমাননা’র ঘটনা ঘটেছে

    Link Copied!

    নেত্রকোণা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও দাখিল মাদ্রাসার কর্তৃপক্ষের উদাসীনতায় জাতীয় পতাকা অবমাননার মতো ঘটনা ঘটেছে।

    শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে মাদ্রাসায় গেলে দেখা যায়, উত্তোলিত রয়েছে জাতীয় পতাকা। বৃহস্পতিবার মাদ্রাসা চলাকালীন সময়ে উত্তোলিত জাতীয় পতাকা আর নামানো হয়নি। রাতভর জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় ছিলো। ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত পতাকার যথাযথ মর্যাদা দিচ্ছে না উক্ত মাদ্রাসা কর্তৃপক্ষ।

    বিষয়টি মোবাইল ফোনে মাদ্রাসা সুপার এজহারুল হককে জানালে তিনি বলেন, ‘আগামী রবিবার মাদ্রাসায় গিয়ে দেখবো কি হয়েছে।’

    আরও পড়ুন—    

    বিষয়টি সুপার গুরুত্ব না দেওয়ায়, যাওয়া হয় সভাপতির কাছে। সভাপতি গাজী আতিক শাহ্ বিষয়টি দেখবে বলে গণমাধ্যম কর্মীদের আশ্বস্ত করেন।

    পরে সন্ধ্যায় মোবাইল ফোনে সভাপতির কাছে জানতে চাওয়া হয় পতাকা নামানো হয়েছে কি না? এর উত্তরে সভাপতি বলেন, ‘আমি তো মাদ্রাসায় যাইনি। আমি কি করে জানব, পতাকা নামো হইছে কি, না?’

    মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন—    

    উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ হেলাল উদ্দিন তালুকদার জানান, ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত পতাকা ব্যক্তি ইচ্ছে মতো উঠা-নামা করার জন্য নয়। রাষ্ট্রীয় নিয়মে পতাকা উঠা-নামা না করায়, জাতীয় পতাকার অবমাননা হয়েছে।

    তিনি আরও বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই ঘটনায় কষ্ট পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।’

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4972

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…