ঢাকাThursday , 9 November 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফির পদত্যাগ

    Link Copied!

    আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়ার আশায় পদত্যাগ করেছেন উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি।

    বুধবার রাতে শফিকুল ইসলাম নিজেই মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

    বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জানান, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নিয়ম অনুসারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সংসদ সদস্য পদে মনোনয়নের জন্য তিনি পদত্যাগ করেছেন। ৬ নভেম্বর এই পদত্যাগ পত্র উক্ত মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়।

    আরও পড়ুন—    

    শফি জানান, আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে উল্লাপাড়া ও সলঙ্গার জনসাধারণ তাকে নৌকায় ভোট দিয়ে জয়ী করবেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

    তিনি আরও জানান, নির্বাচিত হলে তিনি বর্তমান সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকান্ডের ধারা অব্যাহত রাখবেন। এবং প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবেন।

    আরও পড়ুন—    

    উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম ১৯৯০ সালে উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

    এসময় তিনি বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

    ২০১৮ সালে শফিকুল ইসলাম শফি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4965

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…