ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলাকে সমর্থন করায় আল-সাবাহ হাসপাতালে নিযুক্ত একজন ভারতীয় নার্সকে বহিষ্কার করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাকে নিজ দেশ ভারতে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে দুই ভারতীয়কে বহিষ্কার করলো কুয়েত।- আরব টাইমস
আরও পড়ুন— আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা সোমবার
এর আগে তিনি হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সংহতি এবং ফিলিস্তিনিদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে ইসরায়েলি পতাকা প্রদর্শন করেন।
এই ঘটনায় আইনজীবী বন্দর আল-মুতাইরি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
ওই নার্সকে জিজ্ঞাসাবাদে খোলাখুলিভাবে তিনি ইসরায়েলকে সমর্থনের কথা স্বীকার করেন।