biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাSaturday , 30 September 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • ফুলবাড়ীতে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৬

    Link Copied!

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগের নেতাকর্মী ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    বিএনপি সূত্রে জানা গেছে, আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। বিকেল ৩টা থেকে মহিলা ডিগ্রি কলেজ কদমতলা মোড়, কাচারি মাঠ, ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় ও ব্র্যাকমোড়ে বিএনপি নেতারা জড়ো হতে থাকেন।

    আরও পড়ুন-   ভিসা নীতি কোনো চ্যালেঞ্জ নয়ঃ রাশেদ খান মেনন

    এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন সেখানে গিয়ে বিএনপি নেতাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার আহ্বান জানান।

    এর কিছু সময় পর উপজেলার বড়ভিটা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা কয়েকটি অটোরিকশায় করে উপজেলা শহরে প্রবেশ করে স্লোগান দিতে শুরু করে। এসময় উপজেলা ছাত্রলীগের সঙ্গে বিএনপি নেতাদের সংঘর্ষ শুরু হয়।

    সংঘর্ষ চলাকালে উপজেলা ছাত্রলীগর যুগ্ম সাধারণ সম্পাদক সজল পোদ্দার, লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার ও বায়জিদ বোস্তামী বাঁধনসহ প্রায় ৭/৮ জন এবং বিএনপির উপজেলা সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, তোতা মিয়া, রেজাউল ইসলাম, আয়নাল, আলামিন, শফিকুল ইসলামসহ প্রায় ৮ জন আহত হন।

    আরও পড়ুন-   লক্ষ্মীপুরে ১৬ বছর ধরে বেহাল মেঘনার বেড়িবাঁধ সড়ক

    ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে ৭/৮ জনের মত নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান তিনি।

    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন জানান, তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তারপরও বিএনপির লোকজন লাঠি নিয়ে আমাদের লোকজনের ওপর হামলা চালায়। উপজেলা আওয়ামী লীগ শান্তিশৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুত আছে।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজমুস সাকিব সজীব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কেউ শান্তিশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে তা দমন করা হবে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হওযার কথা শুনেছেন বলেও জানান তিনি।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…