গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মার্কিনীদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানোঃ মেনন

নাটোর সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খানন মেনন বলেছেন, ‘নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় মার্কিনীরা ভিসানীতি প্রয়োগ করেছে। এ নীতি প্রয়োগ মেয়েকে মেরে বউকে দেখানোর সামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়ে ইন্দো প্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে অবস্থান নিশ্চিত করে।’

তিনি বলেন, ‘এজন্য নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে দুঃশ্চিন্তায় মার্কিনীরা ভিসানীতি প্রয়োগ করেছে। এটা যেন ঝিকে মেরে বউকে শেখানোর শামিল। কিন্তু এদেশেরে মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়ে ভয় দেখানো যায়নি। এই মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। কারো হুকুমজারিতে নয়, এদেশের জনগনই শান্তিপূর্ন নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আখচাষী নেতা শহীদ কমরেড আব্দুস সালামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন-   রামগড়ে ইয়াবাসহ যুবক আটক

রাশেদ খান মেনন বলেন, ‘এ দেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়েও ভয় দেখানো যায়নি। মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। এবারও কারো হুকুম জারিতে নয় দেশের জনগণ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।’

বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘নির্বাচন ছাড়া এ দেশে ক্ষমতায় যাওয়ার কোন পথ নেই। বিএনপি নাকি এই সরকারের আধীনে নির্বাচন করবে না। তারা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়। এটা মামা বাড়ির আবদার? জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে। কারো কথা মত নির্বাচন হবে না। সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে। বিএনপি অংশ না নিলেও নির্বাচন হয়ে যাবে। তারা নির্বাচনি ট্রেন মিস করবেন। তারা বিদেশীদের কাছে ধর্ণা দিয়েছে। এটা মনে রাখতে হবে কারো চোখ রাঙ্গানিতে নির্বাচন হবে না।’

তিনি আরও বলেন, ‘আখ চাষীদের মৌলিক অধিকারে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। আখ বিক্রির বকেয়া দ্রুত ফিরিয়ে দিতে হবে। চিনিকলকে আধুনিকীকরণ ও বহুমুখী করণের মাধ্যমে কেরু অ্যান্ড কোং এর মতো লাভজনক হবে।’

আরও পড়ুন-   রোহিঙ্গা সংকট সমাধানে প্রচেষ্টা বহুগুণ বাড়াতে হবেঃ প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ চিনিকল আখ চাষী সমিতি ও জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরর সদস্য নূর আহমেদ বকুল, নাটোর জেলা ওযার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. লোকমান হোসেন বাদল, জাতীয় কৃষক সমিতির নাটোর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সাধারন সম্পাদক সুকুমার সরকার, শ্রমিক নেতা আবদুর রব, জেলা যুবমৈত্রির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯২ সালের ২২ শে জুন নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নং গেটের সামনে প্রকাশ্য দিবালোকে আখ চাষী নেতা আব্দুস সামাদ কে গুলি করে হত্যা করে দুবৃর্ত্তরা। দীর্ঘ ৩১ বছরেও সেই হত্যাকান্ডের বিচার সম্পন্ন হয়নি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5482

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
  • আমাদেরকে ফলো করুন…