ঢাকাThursday , 10 August 2023

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম

Link Copied!

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর জন্য বিদ্যমান পতাকা বিধিমালা সংশোধন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন দণ্ডের শীর্ষ থেকে এক চতুর্থাংশ নিচে থাকবে জাতীয় পতাকার অবস্থান।

বুধবার (৯ আগস্ট) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এক বিবৃতিতে পতাকা বিধিমালায় সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৫ এ প্রদত্ত ক্ষমতাবলে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পতাকা বিধি ১৯৭২’ এর কিছু সংশোধন করা হয়েছে। বিধি-৭ এর ১২ অনুচ্ছেদের পরিবর্তে নতুন ১২ অনুচ্ছেদ কার্যকর হবে।

আরও পড়ুন-   কিশোরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে প্রচার অভিযান

নতুন নিয়ম অনুযায়ী, পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে প্রথমে পতাকার দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর পতাকার দণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকাটি স্থাপন করতে হবে। পতাকা নামানোর সময় পতাকার দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করে তারপর নামাতে হবে। আগের বিধিমালার ১২ অনুচ্ছেদে পতাকাদণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকা স্থাপন করার বিষয়টি ছিল না।

সাধারণত ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতীয় শোক পালনের দিন পতাকা অর্ধনমিত রাখা হয়।

কোন পতাকার দণ্ডের দৈর্ঘ্য ২৪ ফুট হলে দণ্ডের চূড়া ও পতাকার শীর্ষের দূরত্ব হবে ৬ ফুট। পতাকার দণ্ডের দৈর্ঘ্য ২৮ ফুট হলে খুঁটির শীর্ষ এবং পতাকার শীর্ষের দূরত্ব হবে ৭ ফুট।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০