সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দুটি ঘটনায় দুইজন আত্মহত্যা করেছে। ঘটনা দুটি ঘটেছে আজ মঙ্গলবার (৯ মে) সকালে।
জানা গেছে, উপজেলার মোহনপুর ইউনিয়নের আটিয়ারপাড়া এলংজানী গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রী সুমি খাতুনের (২৮) ঝগড়া হয়। পরে রাগে-ক্ষোভে সুমি খাতুন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
শরিফুল ইসলামের চাচাতো ভাই মোঃ বুলু মিয়া বলেন, শরিফুল ঢাকায় চাকরি করেন। বেশ কিছুদিন ধরে স্ত্রীর চাকুরি নেওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল। আজ সকালে স্বামী-স্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে ঝগড়া হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমি খাতুন।
আরও পড়ুন- শান্ত-হৃদয়ের বিদায়ে ফের চাপে টাইগাররা
অপরদিকে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামী কাসেম আলী (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আজ সকালে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য মুন্নাফ হোসেন বলেন, কাসেম আলী একজন শারীরিক প্রতিবন্ধী। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। আজ সকালে স্ত্রীর কাছে কাসেম ১০০ টাকা চাইলে ৫০ টাকা দেয়। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। পরে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন কাসেম আলী।
আরও পড়ুন- বকশীগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোতাহার হোসেন বলেন, খবর পেয়ে আটিয়ারপাড়া এলংজানী গ্রাম থেকে সুমি খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। বড়পাঙ্গাসী গ্রাম থেকে কাসেম আলীর লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের পর তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।