ঢাকাFriday , 14 October 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • গাজীপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণঃ দগ্ধ ১ জনের মৃত্যু

    Link Copied!

    গাজীপুরের বড়বাড়ি এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন।

    শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে মোঃ মিঠু (২৫) নামের একজন মারা যান। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম ডা. আইউব হোসেন জানান- এ ঘটনায় বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

    দগ্ধ চারজন হলেন- আল-আমিন (২৫), মোঃ আনোয়ার (৩০), মোঃ পারভেজ (৩১), ও মোঃ সিরাজুল ইসলাম (২৮)।

    আরও পড়ুন- ইমাম মুয়াজ্জিন খাদেমঃ সম্মানিত তিনজন

    স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে একটি কাভার্ডভ্যান শতাধিক সিলিন্ডার নিয়ে বড়বাড়ি কুনিয়া এলাকার হাজী ওয়াহেদ আলী সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসে। গ্যাস নেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায় এবং সে আগুন সিএনজি স্টেশনে ছড়িয়ে পড়ে। এ সময় কাভার্ডভ্যান ও পাশে থাকা পাঁচজন অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেয়।

    টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, আগুনের খবর পেয়ে ওই স্থানে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। এ ঘটনায় পাঁচজন দ্বগ্ধ হয়েছেন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4965

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…