ঢাকাWednesday , 12 October 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • রূপগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা খালে, ছাত্রসহ নিহত ২

    Link Copied!

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসের ধাক্কায় এক কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরো দুই জন।

    বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলার আধুরীয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ছাত্রের নাম নাফিজ আর অন্যজনের নাম দুলাল মিয়া (৫০)। নাফিজ উপজেলার মিয়াবাড়ী এলাকার নাঈম মিয়ার ছেলে এবং পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আর দুলাল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

    নিহত নাফিজ উপজেলার মিয়াবাড়ী এলাকার নাঈম মিয়ার ছেলে। নাফিস পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

    আরও পড়ুন- ঘুষের মামলায় সু চির ৩ বছর কারাদণ্ড

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাফিজের চাচা সুমন জানান, প্রতিদিনের মত আজ (বুধবার) সকাল নয়টার দিকে সিএনজি চালিত অটোরিকশা যোগে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন নাফিজ। ওই অটোরিকশায় চালকসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন। আধুরিয়া এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং খালে গিয়ে পড়ে। এ ঘটনায় নাফিজ ও দুলাল ঘটনাস্থলেই মারা যান।

    এছাড়া চালকসহ এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজন সামান্য আহত হয়েছেন। তাকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা ও ভুলতা পুলিশ ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও নিহতদের লাশ নিজেদের কাছে নিয়েছে।

    কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4972

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…