ইলিশের প্রজনন মৌসুমকে নিরাপদ রাখতে ০৭-২৮ অক্টোবর নদী, খাল ও সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করছে সরকার। নিষেধাজ্ঞাকালীন সময়ে গলাচিপা উপজেলায় মা ইলিশ শিকারে জেলেরা নদীতে নামতে না পারে সে জন্য গলাচিপা উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছেন।
আরও পড়ুন- দেশের প্রথম ৬ লেনের সেতুর উদ্বোধন সোমবার
এরই ধারাবাহিকতায় প্রতিদিন রাতে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অ.দা) মোঃ মহিউদ্দিন আল হেলাল, জেলা থেকে আগত ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গলাচিপা থানা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
এবিষয় উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় সংবাদকর্মীদের বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। নিষেধাজ্ঞার ২২ দিন যাতে গলাচিপা নদীতে মা ইলিশ শিকার করতে না পারে সে জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে।