biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাMonday , 3 October 2022
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • নৌকাডুবিঃ পঞ্চগড়ে উদ্ধার অভিযান সীমিত, এখনো নিখোঁজ ৩ জন

    Link Copied!

    পঞ্চগড়ের বোদার করতোয়া নদীর আওলিয়া ঘাটে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে এক শিশুসহ তিনজন। তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উদ্ধার অভিযানের নবম দিন সোমবার থেকে সীমিত করা হয়েছে।

    ভয়াবহ নৌকাডুবিতে নিখোঁজ তিন জন হলো জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শিকারপুর গ্রামের মদনের ছেলে ভূপেন চন্দ্র বর্মন ওরফে পানিয়া (৪০), বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়ার গ্রামের খগেন্দ্র নাথ বর্মনের ছেলে সুরেন্দ্র নাথ বর্মন (৬৫) এবং উপজেলা সদরের ঘাটিয়ার পাড়া গ্রামের ধীরেন্দ্র নাথের শিশুকন্যা শ্রীমতি জয়া রানী (৪)।

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, গত ২৫ অক্টোবর রবিবার নৌদুর্ঘটনার সঙ্গে সঙ্গেই তাদের উদ্ধার অভিযান শুরু হয়। শুরুতে জেলার পাঁচ উপজেলার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং কুড়িগ্রাম, রংপুর ও রাজশাহীর তিনটি ডুবি দল উদ্ধার কাজ করলেও তৃতীয় দিন থেকে আরও চারটি ইউনিট এবং দিনাজপুর জেলার আরও একটি ডুবুরি দল নিয়োজিত করা হয় উদ্ধার কাজে।

    আরও পড়ুন- চিকিৎসায় নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী স্যান্তে প্যাবো

    দুর্ঘটনার অষ্টম দিন রবিবারও ১২টি ফায়ার সর্ভিস ইউনিট এবং দিনাজপুরসহ ১২ জনের চারটি ডুবুরি দলে ফায়ার সার্ভিসের ৭০ জন উদ্ধারকর্মী কাজ করেছেন। এর মধ্যে ঘটনার দিন (২৫ সেপ্টেম্বর) রবিবার ২৫ জন, সোমবার ২৫ জন, মঙ্গলবার ১৭ জন এবং সর্বশেষ বুধবার হিমালয় চন্দ্র নামে নব বিবাহিত যুবকের মরদেহসহ ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে ৩১ জন নারী, ২১ জন শিশু এবং ১৭ পুরুষ। জরুরি তথ্যকেন্দ্রে হিসেব মতে এখনও তিনজন নিহত রয়েছেন।

    শালডাঙ্গা ইউনিয়নের ছত্র শিকারপুর গ্রামের মদনের ছেলে ভূপেন চন্দ্র বর্মনের ছেলে তপন চন্দ্র বর্মন বলেন, ‘এখন আমার বাবাকে জীবিত পাওয়া আর আশা নেই। সঠিকভাবে মরদেহ পাওয়ার আশাও ছেড়ে দিয়েছি। তবে যে কোন অবস্থাতেই হোক, সৎকার কারার মত বাবাকে পেলে ছেলে দায়িত্বটা পাল করতে পারতাম। এত মানুষ মারা গেলেন, এত মানুষ তাদের স্বজনদের মরদেহ পেলেন। আমি এতই হতভাগা যে, বাবার শেষকৃত্য করার ভাগ্য জুটল না!

    পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ সহকারি পরিচালক শেখ মো. মাহবুবুল আলম বলেন, নৌকা ডুবির ঘটনায় আমাদের ৭০ জন উদ্ধারকর্মী উদ্ধার কাজ করেছেন। আমরা ৬৯ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনও তিন জন নিখোঁজ রয়েছেন। তবে সোমবার থেকে উদ্ধার কাজ সীমিত করা হয়েছে। ইতিমধ্যে ১২ জনের ডুবুরি দলকে উদ্ধার কাজ থেকে ফিরিয়ে আনা হয়েছে। তবে নিখোঁজ তিন জনের জন্য আমাদের জেলার উদ্ধারকর্মীরা সীমিতভাবে উদ্ধার কাজ করবেন।।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…