ঢাকাWednesday , 18 September 2024

বিএনপির কোন স্বার্থ নেই, চাওয়া-পাওয়া নেই : লক্ষ্মীপুরে এ্যানি

Link Copied!

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলছেন, বাংলাদেশের গণতন্ত্রকে যদি সঠিকভাবে আগামীদিনের সুসংগঠিত করতে হয়, এবং পুরো প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সজাগ থাকতে হবে। একদিকে বিচারের ব্যবস্থা চলবে, আরেকদিন দেশ গড়ার কাজ চলবে। এখানেই হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। বিএনপি কোন স্বার্থ নেই, চাওয়া-পাওয়া নেই। হ্যাঁ স্বার্থ একটাই আমরা নতুন করে দেশটাকে গড়বো। এতো আন্দোলন সংগ্রামের মাধ্যমে দ্বিতীয় বার দেশটা স্বাধীন হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়ন বিএনপির আয়োজিত রাজাপুর ভূঁইয়ার হাটে বন্যা দুর্গতদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে এ্যানি এসব কথা বলেন।

এ্যানি তাঁর নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, এতো দুঃখ-কষ্টের মাঝেও আপনাদের মাঝে হাসি ফুটিয়ে উঠছে। কারণ আপনারা এখন স্বাধীন। স্বাধীনভাবে কথা বলতে পারেন, স্বাধীনভাবে চলাচল করতে পারেন। এখন আর কারো কর্তৃত্ব নেই। ফ্যাসিবাদির শাসন ব্যবস্থা নেই। মামলা হামলার ভয় নেই। তবে আইনকে কোনভাবেই হাতে তুলে নেওয়া যাবে না।

এ্যানি আরও বলেন, যখন এ ফ্যাসিবাদি শাসক, কর্তৃত্ব শাসক আমাদের নেতাকর্মীদের ওপর ব্যাপক অত্যাচার নির্যাতন করছে। প্রতিশোধ নিবেন না। প্রতিশোধের ভাষা হচ্ছে আইনগতভাবে। মামলা হবে বিচার বিভাগ মামলার দায়িত্ব গ্রহন করছে বা সেই অনুযায়ী পদক্ষেপ নিবে। আইনের মাধ্যমে সবকিছু মোকাবিলা করতে হবে। সর্বপরি আমরা রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবিলা করবো। কিন্তু আইনকে নিজেদের হাতে তুলে নিবো না।

উল্লেখ্য: দিনব্যাপী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘এইচএমবিডি’ ফাউন্ডেশনের উদ্যোগে ৮ জন মেডিকেল অফিসার প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শীর্ষ সংবাদ ডেস্কঃ

শীর্ষ সংবাদ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 648

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…