ঢাকাMonday , 2 September 2024

এত রক্ত, এত ঐক্য আর দেখিনি! লক্ষ্মীপুরে কর্নেল অলি

Link Copied!

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, এবার দেশ স্বাধীন করেছে ছাত্র-জনতা। অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে আমাদের ছেলে-মেয়েরা। এত রক্ত এমন ঐক্য আমার ৮৬ বছর বয়সে দেখিনি। পৃথিবীর কোনো দেশে নেই এরকম ঐক্য। আপনারা শিখিয়েছেন কিভাবে জীবন বিলিয়ে দিতে হয়। আপনারা শিখেয়েছেন কিভাবে দেশ রক্ষা করতে হয়। এবার দেশ রক্ষার জন্য প্রস্তুত যোগ্য সন্তানরা।

রোববার দুপুরে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, যে নির্বাচনের কথা আপনারা ভুলে গেছেন, মা-বোনেরা ভোট দেওয়ার কথা ভুলে গেছেন, আমাদের সেটা আবার পুনরায় ফিরে আনতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, সেটা অনুভব না এটার সুফল আপনাদের পেতে হবে। সুফল পেতে হলে হারামিরা এখনো দেশে আছে। এদের কাছ থেকে দেশকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীকে ছোট খাটো দোষের জন্য যদি সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারে তাহলে হত্যাকারীদের কেন নিষিদ্ধ করতে পারবে না।

পরে বন্যাদুর্গত মানুষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা উত্তর মহানগরীর আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা আমির এসইউএম রুহুল আমীন ভূঁইয়া প্রমুখ।

শীর্ষ সংবাদ ডেস্কঃ

শীর্ষ সংবাদ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 646

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…