ঢাকাThursday , 11 July 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা

    Link Copied!

    লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের বটতলি এলাকার একটি সুপারি বাগান থেকে গৃহবধূর (৪৩) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে ঘটনা জানাজানি হলে সদর থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধারসহ ঘটনাস্থল পরিদর্শনে যায়।

    নিহত গৃহবধুর নাম মিনুয়ারা মিনু (৪৩) ওই এলাকার রহিম মিঝি বাড়ীর মমিন উল্যা ড্রাইভারের স্ত্রী। গৃহবধুর এক ছেলে ও এক মেয়ের রয়েছে।

    এদিকে মায়ের শোকে কান্নায় মুর্ছা যাচ্ছেন নিহত মিনুর মেয়ে শিলা আক্তার ও ছেলে মো. শিমুল এবং স্বজনরাও কাঁদছেন।।

    নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে পার্শ্ববর্তী মিধ্যা বাড়ির নির্জন বাগানে সুপারির খোল কুড়াতে ঘর থেকে বের তিনি। এরপর সন্ধ্যা হলেও ঘরে না ফেরায় স্বজনরা খুঁজতে বের হন। একপর্যায়ে ওই বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

    পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

    অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে গলায় ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখা হবে।

    শীর্ষ সংবাদ

    শীর্ষ সংবাদ

    সর্বমোট নিউজ: 260

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…