লক্ষ্মীপুরের রায়পুরে একটি মিনি পিকআপ গাড়ী উদ্ধার সহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে (৯ জুলাই) চাঁদপুর শহরের পুরান বাজার থেকে ধাওয়া করে আটক করা হয়। অপরদিকে-সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।
মঙ্গলবার বিকালে (৯ জুলাই) পৃথক চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকাল চারটার সময় (৯ জুলাই) এক প্রেস কনফারেন্সের সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন রায়পুর থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াছিন ফারুক মজুমদার।
মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা হলো- মোঃ সোহেল (৩০), আনোয়ার হোসেন৷ (৩৫), শামীম (২২), মোঃ জুয়েল (২৪) ও মোঃ শামসুল হক (৩৫)। তারা সবাই চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নে বাসিন্দা। মিনি পিকআপ গাড়ীর চোরচক্রের সদস্য হলো-ফরিদপুরের বোয়ালমারি দুলপুকুরিয়া গ্রামের ফিরোজ শেখের ছেলে মুন্না শেখ (৩২) ও কুমিল্লার মনোহরগন্জ উপজেলার নাতের পেটুয়া গ্রামের মোঃ আলমের ছেলে কামাল হোসেন চোরা শেকু (৩১)।
জানা যায়, মঙ্গলবার রাতে জনৈক তারেকের মিনিপিকআপ গাড়ী চালক মুতাছির মাহমুদ মধ্য কেরোয়া গ্রামের তার বাড়ীর সামনে রেখে ঘুমাতে যান। বুধবার ফজরের নামাজের সময় দেখতে পান গাড়িটি চুরি হয়ে গেছে। পরে রায়পুর থানা পুলিশের সহযোগিতায় চাঁদপুর পুরান বাজার থেকে গাড়ীটি উদ্ধারসহ দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
অপরদিকে, ২০২৩ সালের ডিসেম্বরে মাসে হওয়া একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্তকালে চক্রটির সন্ধান পায় পুলিশ। চোর চক্রের মূল হোতা মোঃ সোহেলসহ (৩০) চারজনকে আটক করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিন ফারুক মজুমদার বলেন, উদ্ধারকৃত চোরাই একটি মোটরসাইকেল ও একটি মিনি পিকআপ গাড়ীসহ ৭ আসামীকে আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর কারাগারে পাঠানো হয়েছে।। জড়িত অন্যদের আটকের চেস্টা চলছে।