জমকালো আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের উদ্যোগে ১০টি দল নিয়ে শুরু হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ইং।
শনিবার (১০ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার তারেক বিন রশিদ।
উদ্বোধনী ম্যাচ খেলেন সদর মডেল থানা ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের দল। এ খেলায় সদর থানার দল চন্দ্রগঞ্জ থানাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়।
এ খেলা উপভোগ করেন- অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, রামগতি-কমলনগর (সার্কেল) সাইফুল ইসলাম চৌধুরী, রায়পুর-রামগঞ্জ (সার্কেল) শেখ সাঈদি, পুলিশ বিশেষ শাখার (ডিআইওয়ান) আজিজুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) এমদাদুল হক ও শহর পুলিশ ফাঁড়ির (ইনচার) জহিরুল আলমসহ প্রমুখ।