উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে টানা কুয়াশা ও শৈত্য প্রবাহে বাড়ছে বিভিন্ন রোগবালাই। বিশেষ করে শিশু ও বয়স্কদের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। ফলে হাসপাতালে বেড়েছে রোগীর ভর্তির সংখ্যা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলা ও উপজেলা হাসপাতালে শিশু ওয়ার্ডে অতিরিক্ত শীতের প্রভাবে বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা অনেক বেশি। ঠান্ডা জনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতাল গুলোতে শিশু ভর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে।
এছাড়াও বয়স্কদের শ্বাসকষ্ট ও হাঁপানি, এজমা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রচন্ড ঠান্ডার কারণে শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অনেকেই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
আরও পড়ুন— শতভাগ সিসি ক্যামেরার আওতায় আসছে রেলওয়ে
জেলার হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এমন চিত্র দেখা যায়। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু চিকিৎসা সেবা নিচ্ছেন। এছাড়াও জরুরি বিভাগের মাধ্যমে অনেকেই চিকিৎসা নিচ্ছেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ারুল হক বলেন, শীত বেশি থাকায় নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত রোগ বেড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আশঙ্কা জনক অবস্থা তৈরি হয়নি।
এদিকে লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় জানান, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত নিউমোনিয়া আক্রান্ত বেশি শিশু ভর্তি হচ্ছেন। শীতজনিত রোগীদের সেবা দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।