biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাSaturday , 6 January 2024
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • গাজীপুরে দুর্বৃত্তের আগুন দেওয়া ২ বিদ্যালয়েও চলবে ভোট

    Link Copied!

    গাজীপুর মহানগরীতে দু’টি এবং কালিয়াকৈর উপজেলার একটি বিদ্যালয়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এই তিন বিদ্যালয়ের মধ্যে দু’টি বিদ্যালয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র ছিল। পুড়ে যাওয়া ওই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করা হবে বলে শনিবার (৬ জানুয়ারি) জানিয়েছেন, গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

    রিটার্নিং কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, পুড়ে যাওয়া বিদ্যালয় তিনটির মধ্যে দুটি ভোট কেন্দ্র ছিল। তবে, ভোট কক্ষগুলো তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। এজন্য ওই দুটি কেন্দ্রে ভোট নেওয়া হবে। একই সঙ্গে আগুন দেওয়ার ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

    আরও পড়ুন—    ভোটারদের কেন্দ্রে যাওয়ার মত পরিবেশ সৃষ্টি করতে হবেঃ স্বতন্ত্র প্রার্থী সাত্তার

    গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ভোট কেন্দ্রের কয়েকটি কক্ষ পুড়ে যায়। অপর দিকে, রাত সাড়ে ৩টার দিকে ১৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ততক্ষণে স্কুলের ৯টি কক্ষ পুড়ে যায়। এছাড়া, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। সকালে শিক্ষকরা স্কুলের এসে দেখেন স্কুলের অফিস কক্ষ পুড়ে গেছে। আগুনে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র এবং অল্প কিছু নতুন বইও পুড়ে গেছে।

    টিএনটি স্কুলের প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, রাত ৩টার দিকে নৈশপ্রহরী আমাকে ফোন দিয়ে জানায় স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমি ৯৯৯ নম্বরে ফোন করি। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ততক্ষণে স্কুলের ৯টি কক্ষ পুড়ে যায়। বিদ্যালয়টি দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র ছিল না।

    আরও পড়ুন—    নির্বাচন স্বচ্ছ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছেঃ সিইসি

    বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসেন জানান, অফিস কক্ষে অনেক মূল্যবান কাগজপত্র ছিল। কিছু ছাত্র অনুপস্থিত থাকায় তাদের নতুন বই অফিস কক্ষে রাখা ছিল। সববই পুড়ে ছাই হয়ে গেছে।

    গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আমরা ১টা ২৪মিনিটে খবর পেয়ে পূর্ব চান্দনা বিদ্যালয়ে যাই। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। টিএনটি সরকারি বিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে চান্দনা মর্ডাণ ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করে। ধারণা করা হচ্ছে স্কুলের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

     

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…