ঢাকাMonday , 1 January 2024

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

Link Copied!

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। জেলার পাঁচটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণকরা হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগরের প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিকে ৪ লাখ ২০ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী রয়েছে। সবাইকে নতুন বই দেওয়া হবে। কয়েকটি শ্রেণির সকল বই এখনো আসেনি। ১০ জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর হাতেই নতুন বই পৌঁছবে।

রবিবার সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন, পুলিশ সুপার ও লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ তারেক বিন রশিদ।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ প্রশংসনীয়। বিনামূল্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা বই পাচ্ছে। এবার বই নিয়ে কোন সংকট নেই। সকল শিক্ষার্থীকেই বই দেওয়া হবে।

শীর্ষ সংবাদ

শীর্ষ সংবাদ

সর্বমোট নিউজ: 261

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…