ঢাকাSaturday , 30 December 2023

টুঙ্গিপাড়ায় জনসভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা

Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসভায় তার নিজ আসন টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩-এর মানুষের কাছে নৌকায় ভোট চাইবেন তিনি।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শেখ হাসিনা টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেন। সকাল থেকেই নেতাকর্মীরা টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন।

আরও পড়ুন—    বরিশালে প্রধানমন্ত্রী, জনসভা শুরু

এর আগে শুক্রবার বরিশালের জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন। রাতে নিজ বাসভবনে অবস্থান করেন তিনি।

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় সাজ সাজ রব পড়েছে। সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহোদ্দীপনা। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও জনসাধারণের চোখেমুখে দেখা যাচ্ছে উৎসবের আমেজ।

এদিকে টুঙ্গিপাড়ার জনসভা ছাড়াও আজ দুপুরে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এবং বিকাল ৩টায় মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…