বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে গণসংযোগের লিফলেট বিতরণের সময় নুরুজ্জামান নামে এক বিএনপি নেতাকে আটক করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট শহরের সেনা মৈত্রী হকার্স মার্কেট সামনে থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন— দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছিঃ শেখ হাসিনা
আটক নুরুজ্জামান লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা এলাকার মৃত শমসের আলীর ছেলে এবং মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি।
জানা গেছে, শনিবার দুপুরে বিএনপির কিছু নেতাকর্মী লিফলেট নিয়ে সেনা মৈত্রী হকার্স মার্কেট এলাকায় লিফলেট বিতরণ করে। এ খবর পেয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালালে বাকিরা পালিয়ে গেলেও লিফলেটসহ নুরজ্জামানকে আটক করা হয়।
আরও পড়ুন— কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়ায় যাবেন? জেনে নিন বিস্তারিত
জেলা গোয়েন্ধা পুলিশ জানায়, বিএনপি নেতা নুরুজ্জামানসহ আর কয়েকজন নেতাকর্মী শহরের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করছিলেন। তাকে আটক করার সময় বাকি বিএনপি নেতারা পালিয়ে যান। আটক নুরুজ্জামান মহেন্দ্রনগর বিএনপির একজন সক্রিয় নেতা বলে জানা গেছে। আটকের সময় তার হাতে অনেক গুলো লিফলেট উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, সরকার বিরোধী লিফলট বিতরনের সময় গোয়েন্দা পুলিশ নুরুজ্জামান নামে এক বিএনপি নেতাকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি সম্পন্ন করে বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন— বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
জেলা বিএনপি সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, ‘লিফলেট বিতরণ শেষ বাসায় আসার সময় খবর পেলাম নুরুজ্জামানকে আটক করছে সাদা পোশাক পরিহিত পুলিশ। তবে কি বিষয়ে তাকে আটক করেছে আমারা জানি না। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’
লালমনিরহাট জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মজমুল প্রামাণিক বলেন, ‘আমরা লিফলেট বিতরণ শেষ বাসায় ফিরছিলাম হঠাৎ খবর পেলাম জামালকে আটক করছে সাদা পোশাক পরিহিত পুলিশ। তবে কি বিষয়ে তাকে আটক করা হয়েছে তা আমরা জানি না।’