ঢাকাTuesday , 28 November 2023

এখনও সুযোগ আছে, বিএনপি নির্বাচনে এলে পুনরায় তফসিলঃ ইসি আনিছুর

Link Copied!

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসে তাহলে পুনরায় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান। তিনি বলেন, বিএনপি আসবে কী আসবে না সেটি তাদের ব্যাপার। তবে প্রধান নির্বাচন কমিশনার এখনও সুযোগ থাকার কথা বিএনপিকে বলেছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন—    যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করার ক্ষমতা সরকারের নেইঃ পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচন কমিশনার বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনে সবাই আসবে এটি স্বাভাবিক। কোনো আসনকে হালকাভাবে নেওয়া হচ্ছে না। প্রত্যেক আসনই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি খারাপ হতে সময় লাগে না। তাই ব্যাপক প্রস্তুতি রাখা হবে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করে যাবে। নির্বাচন সুষ্ঠু করতে যা যা করা প্রয়োজন কমিশন তা করবে। সেই উদ্দেশ্যে আমরা চার কমিশনার সারা দেশে সরেজমিনে যাচ্ছি।

যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে কি ভোটের তারিখ পেছানো হবে? এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। নির্বাচন কমিশন মনে করে- অংশগ্রহণমূলহ নির্বাচনে সবার আসা উচিত।

এ সময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী, ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ ও ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন আহমেদসহ জেলার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…