ঢাকাSunday , 26 November 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • জাতীয় সংসদ নির্বাচনঃ ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করল আওয়ামী লীগ

    জে এম আলী নয়নঃ
    November 26, 2023 5:44 pm
    Link Copied!

    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

    রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দু’টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।

    আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত আলোচিত প্রার্থীদের মধ্যে ক্রিকেটার সাকিব আল হাসান পেয়েছেন মাগুরা -১ আসন, এদিকে ঢাকা-১০ আসন হতে নির্বাচন করবেন চিত্রনায়ক ফেরদৌস, আর অপর ক্রিকেটার বড় ভাই খ্যাত মাশরাফি বিন মোর্তুজা নির্বাচন করবেন নড়াইল-২ আসন হতে, আর ঢাকা-৬ আসনে সাঈদ খোকন করবেন নির্বাচন।

    আরও পড়ুন—    বিদায় বেলায় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত পুলিশ সদস্য মাবুদ

    প্রথমে রংপুর বিভাগের আসনগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন কাদের।

    আওয়ামী লীগের প্রার্থী তালিকা দেখে নিন-

    ঢাকা-১ সালমান এফ রহমান
    ঢাকা-২ কামরুল ইসলাম
    ঢাকা-৩ নসরুল হামিদ
    ঢাকা-৪ সানজিদা খানম
    ঢাকা-৫ হারুন অর রশিদ
    ঢাকা-৬ সাঈদ খোকন
    ঢাকা-৭ সোলায়মান সেলিম
    ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম
    ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী
    ঢাকা-১০ ফেরদৌস আহমেদ
    ঢাকা-১১ ওয়াখিল উদ্দিন
    ঢাকা-১২ আসাদুজ্জামান খান
    ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক
    ঢাকা-১৪ মাঈনুল হোসেন নিখিল
    ঢাকা-১৫ আহমেদ মজুমদার
    ঢাকা-১৬ রিয়াজ মোল্লা
    ঢাকা-১৭ মোহাম্মদ আলী
    ঢাকা-১৮ মোঃ হাবিব হাসান
    ঢাকা-১৯ মোঃ এনামুর রহমান
    ঢাকা-২০ বেনজীর আহমদ

    আরও পড়ুন—    বৃহস্পতিবার সকাল ১০টায় সাময়িক যুদ্ধবিরতি শুরুঃ হামাস

    গাজীপুর-১ আ ক ম মোজাম্মেল হক।
    গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল।
    গাজীপুর-৩ রুমানা আলি টুসি।
    গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি।
    গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি।

    নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী
    নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু
    নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার
    নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান

    ব্রাহ্মণবাড়িয়া-১ বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন
    ব্রাহ্মণবাড়িয়া-২ মোঃ শাহজাহান আলম সাজু
    ব্রাহ্মণবাড়িয়া-৩ উবায়দুল মোকতাদির চৌধুরী
    ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিছুল হক
    ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান
    ব্রাহ্মণবাড়িয়া-৬ এ.বি. তাজুল ইসলাম

    নোয়াখালী-২ মোরশেদ আলম

    কুমিল্লা-১ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর
    কুমিল্লা-২ সেলিমা আহমেদ মেরি
    কুমিল্লা-৩ ইউসুফ আবদুল্লাহ হারুন
    কুমিল্লা-৪ রাজী মুহম্মদ ফখরুল
    কুমিল্লা-৫ আবুল হাশেম
    কুমিল্লা-৬ আ ক ম বাহা উদ্দিন বাহার
    কুমিল্লা-৭ প্রাণ গোপাল দত্ত
    কুমিল্লা-৮ আবু জাফর মো. শফিউদ্দিন
    কুমিল্লা-৯ মোঃ তাজুল ইসলাম
    কুমিল্লা-১০ আ হ ম মুস্তফা কামাল
    কুমিল্লা-১১ মুজিবুল হক মুজিব

    আরও পড়ুন—    তিন আসনে আঃলীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

    কুড়িগ্রাম-১ মোঃ আছলাম হোসেন সওদাগর
    কুড়িগ্রাম-২ মোঃ জাফর আলী
    কুড়িগ্রাম-৩ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে
    কুড়িগ্রাম-৪ মোঃ বিপ্লব হাসান

    রংপুর-১ মোঃ রেজাউল করিম রাজু
    রংপুর-২ আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী
    রংপুর-৩ তুষার কান্তি মন্ডল
    রংপুর- ৪ টিপু মুনশি
    রংপুর-৫ রাশেক রহমান
    রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী

    পঞ্চগড়-১ নাইমুজ জামান ভুইয়া
    পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন

    ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন
    ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম

    দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল
    দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী
    দিনাজপুর-৩ ইকবালুর রহিম
    দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী
    দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার
    দিনাজপুর-৬ শিবলী সাদিক

    গাইবান্ধা—১ আফরুজা বারী
    গাইবান্ধা—২ মাহবু্ব আরা বেগম গিনি
    গাইবান্ধা—৩ উম্মে কুলসুম স্মৃতি
    গাইবান্ধা—৪ মোঃ আবুল কালাম আজাদ
    গাইবান্ধা—৫ মাহমুদ হাসান

    আরও পড়ুন—    ‘সবচেয়ে বাজে বিশ্বকাপের’ শেষ ম্যাচটাও হারলো বাংলাদেশ

    যশোর-১ শেখ আফিল উদ্দিন
    যশোর-২ ডা. তৌহিদুজ্জামান তুহিন
    যশোর-৩ কাজী নাবিল আহমেদ
    যশোর-৪ এনামুল হক বাবুল
    যশোর-৫ স্বপন ভট্টাচার্য
    যশোর-৬ শাহীন চাকলাদার

    নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার
    নওগাঁ-২ শহীদুজ্জামান বাবলু সরকার
    নওগাঁ-৩ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী
    নওগাঁ-৪ এড. নাহিদ মোর্শেদ
    নওগাঁ-৫ আসন ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন
    নওগাঁ-৬ আনোয়ার হোসেন হেলাল

    নীলফামারী-১ আফতাব উদ্দিন সরকার
    নীলফামারী-২ আসাদুজ্জামান নূর
    নীলফামারী-৩ গোলাম মোস্তফা
    নীলফামারী-৪ জাকির হোসেন বাবু

    লালমনিরহাট-১ মোতাহার হোসেন
    লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ
    লালমনিরহাট-৩ মতিয়ার রহমান

    রংপুর-১ রেজাউল করিম
    রংপুর-২ আহসানুল হক চৌধুরী

    বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ
    বরিশাল-২ তালুকদার
    বরিশাল-৩ সরদার মোহাম্মদ
    বরিশাল-৪ শাম্মী আহমেদ
    বরিশাল-৫ জাহিদ খালেক

    মাগুরা-১ সাকিব আল হাসান

    আরও পড়ুন—    সংবাদ প্রকাশের পর টাকা ফিরে ফেলেন ভুক্তভোগীরা

    ওবায়দুল কাদের জানান, দু’টি আসনের প্রার্থীর নাম আজ প্রকাশিত হবে না। একটি হলো নারায়ণগঞ্জ-৫ আসন এবং আরেকটি কুষ্টিয়া-২ আসন।

    প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন>>>

    এর আগে, সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বেশির ভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা হচ্ছিল না। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের আগে সকাল ১০টার পর গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।

    আরও পড়ুন—    দু-একটা দল অংশ না নিলেও নির্বাচন বন্ধ হবে নাঃ ওবায়দুল কাদের

    এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

    নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4972

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…