কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে অবৈধ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূরুঙ্গামারী উপজেলা শাখা। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জামতলা মোড় থেকে কলেজ মোড়ের দিকে এগিয়ে আসলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং মিছিলের ব্যানার ছিনিয়ে নেয়।
পুলিশের বাধায় মিছিলটি সামনে এগুতে না পেরে জামতলা মোড় হয়ে হাসপাতাল রোডের সাদ্দাম মোড় হয়ে পুনরায় জামতলা মোড়ে আসলে আবারও পুলিশের বাধার মুখে পড়ে।
আরও পড়ুন— জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে আ.লীগঃ ইসি
এসময় বিএনপির নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে মিছিলকারীরা রাস্তায় বসে পড়ে এবং সরকারের পদত্যাগ ও তফসিল বাতিল দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
এসময় উপজেলা বিএনপির সভাপতি কাজি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদারসহ অন্যান্যরা বক্তব্যে রাখেন।
এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।