ঢাকাFriday , 17 November 2023

ঘূর্ণিঝড় মিধিলিঃ সন্দ্বীপ-মীরসরাইয়ে গাছ ভেঙে শিশুসহ ২ জনের মৃত্যু

Link Copied!

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝড়ো হাওয়ায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গাছের ডাল ভেঙে আব্দুল ওহাব (৭১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুল ওহাব মগধরা ইউনিয়নের হানিফ মাঝির বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নে ঘূর্ণিঝড়েরর প্রভাবে এ ঘটনা ঘটে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, নিহত ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ডাল ভেঙে হঠাৎ ওই ব্যক্তি মারা যান। এ ছাড়া পুরো উপজেলায় কিছু কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন—    তারা নির্বাচন বানচাল করতে পারবে নাঃ শেখ হাসিনা

এদিকে মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় গাছ উপড়ে পড়ে সিদরাতুল মুনতাহা নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ৩ বছর বয়সী শিশু সিদরাতুল মুনতাহা ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন আরজু বলেন, বাড়ির আঙ্গিনায় খেলার সময় একটি বড় গাছ উপড়ে শিশু সিদরাতুল মুনতাহার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বলেন, নিহত শিশু বাড়ির আঙিনায় খেলা করছিল। হঠাৎ একটি গাছের ডাল ভেঙে শিশুটির ওপর পড়ে। পরবর্তীতে আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…