ঢাকাThursday , 16 November 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

    Link Copied!

    গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিক্সার গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদুকাকান্দি গ্রামের শরীফ হোসেনের ছেলে ও স্থানীয় মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জোবায়ের হোসেন (১৬) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা মাসুদ রানার ছেলে ও শাহীন ক্যাডেট স্কুল কালিয়াকৈর শাখার ৯ম শ্রেণির ছাত্র নীরব হোসেন (১৬)। তারা উভয়েই উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় বসবাস করতেন।

    আরও পড়ুন—    রবিবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাওজোর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসেন জানিয়েছেন, দুপুর ২টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলযোগে চন্দ্রা থেকে সফিপুরের দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সামনে গেলে সামনে থাকা একটি বাসকে পাশ কাটিয়ে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলার সময় পিছলে মহাসড়কে পড়ে যায়।

    এ সময় এনডিই সিমেন্ট রেডিমিক্স কোম্পানির একটি গাড়ি মোটরসাইকেলটিক চাপা দেয়। মোটরসাইকেল আরোহী দুইজনকে ২০ থেকে ২৫ মিটার টেনে নিয়ে যায় গাড়িটি। এ সময় একজন ঘটনাস্থলে এবং অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বলেও জানান তিনি।

    এদিকে সড়ক দুর্ঘটনার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে গাজীপুর জেলা পুলিশ কালিয়াকৈর থানা পুলিশ ও নাওজোর হাইওয়ে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

    আরও পড়ুন—    গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে রাতে; আঘাত হানবে শুক্রবার

    মোটরসাইকেলটির মালিক স্থানীয় রমিজ উদ্দিন জানান, তার ছেলে অন্তর মোটরসাইকেল নিয়ে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজে যায়। পরবর্তীতে টিফিনের সময় তার ছেলের বন্ধু নীরব তার ছেলের কাছ থেকে মোটরসাইকেলটি অল্প সময়ের জন্য চেয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তিনি জানতে পারেন তার ছেলে মারা গেছে। কিন্তু তিনি খোঁজখবর নিয়ে দেখেন তার ছেলের মোটরসাইকেল আরেকজন নিয়ে গিয়েছিল। তার ছেলে অন্তর যায়নি। মোটরসাইকেলে জুবায়ের ও নীরব নামে দুইজন আরোহী ছিল। তারা দুজনেই মারা গেছে।’

    নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদত হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহ দু’টি ময়নাতদন্ত ছাড়াই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4980

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…