biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজXDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশনbiggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাFriday , 17 November 2023
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • রিজিকে প্রশস্ততা লাভ হবে যেভাবে

    Link Copied!

    রিজিক কেবল অর্থকড়ি নয়, ঈমান-আমল, ইলম, নেককার স্ত্রী-সন্তানসহ মানুষের সামগ্রিক জীবনের সব উপায়-উপকরণই রিজিকের অন্তর্ভুক্ত। কিন্তু মানুষের আবশ্যকীয় এই জীবনোপকরণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ও নিয়ন্ত্রিত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘ভূপৃষ্ঠে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহরই। তিনি এদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত; সুস্পষ্ট কিতাবে (জীবনধারণের) সব কিছুই লিপিবদ্ধ আছে।’ (সুরাঃ হুদ, আয়াতঃ ৬)

    অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি প্রবল পরাক্রমশালী।’ (সুরাঃ শুরা, আয়াতঃ ১৯)

    হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসুল (সাঃ) বলেন, হে মানুষ! আল্লাহকে ভয় করো এবং উত্তম ও ভারসাম্যপূর্ণ পন্থায় রিজিক অন্বেষণ করো। কেননা কোনো প্রাণী তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণরূপে গ্রহণ না করে কখনোই মৃত্যুবরণ করবে না। যদিও রিজিক লাভ করাটা বিলম্ব হয়। সুতরাং আল্লাহকে ভয় করো ও ভারসাম্যপূর্ণ পন্থায় রিজিক তালাশ করো। যা শরিয়তে হালাল, তা গ্রহণ করো। হারাম পরিত্যাগ করো। (ইবনে মাজাহ, হাদিসঃ ২১৪৪)

    আরও পড়ুন—    পরিবেশ নিয়ে আমরা কতটা সচেতন?

    তাই রিজিক নিয়ে হতাশায় ভোগার কোনো কারণ নেই। রিজিক আসমান থেকে বণ্টিত হয়। রিজিকের সংকীর্ণতা অনুভব হলে আসমানের মালিকের কাছেই সাহায্য চাওয়া উচিত।

    হালাল রিজিক উপার্জনে জাগতিক বৈধ সব উপায় অবলম্বনের পাশাপাশি আধ্যাত্মিক কিছু বিষয়েও সচেতন হওয়া উচিত।

    হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ‘যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা এবং বয়সে বরকত লাভের প্রত্যাশা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (বুখারি ও মুসলিম)

    এই হাদিসে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এর মাধ্যমে মানুষ এমন একটি কল্যাণ লাভ করবে যার কারণে তাকে প্রায় সবসময় পেরেশান থাকতে হয়। আর তা হলো রিজিক। মানুষ কি খাবে কি পরবে, জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য কীভাবে আসবে। এসব নিয়ে সবসময় ভাবতে দেখা যায় মানুষকে। তবে হাদিসে মানুষকে এইসব পেরেশানি থেকে মুক্তির জন্য আত্মীয়তার সম্পর্কে বজায় রাখতে বলা হয়েছে।

    আরও পড়ুন—    টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় পুরস্কার পেল ১০ জন

    আর কেউ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে তার শুধু রিজিকে প্রশস্ততা আসবে না, এর সঙ্গে সঙ্গে তার হায়াতেও বরকত আসবে।

    এই হাদিসের শিক্ষা হলো-

    • একজন মানুষের রিজিক প্রশস্ত হওয়া এবং বয়স বৃদ্ধি করার ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা শক্তিশালী উপকরণ।
    • যেমন কর্ম তেমন ফল। যে ব্যক্তি ভালো কাজ ও অনুগ্রহের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাকে নেক হায়াত ও রিজিকে প্রশস্ততা দেবেন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4964

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০